Lyrics
Chandni Raite Nirojone - Fazlur Rahman Babu & Meher Afroz Shaon

Chandni Raite Nirojone Lyrics
চাঁদনী রাইতে নিরজনে
আইসো সখা সংগোপনে
ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে।
কী যে কথা আমার সনে
আইমু সখী নিরজনে
দুইজনাতে কইমু কথা চান্দের হাসিতে।
কত কথার বীজ বুনেছি মনের জমিতে
কত স্বপন যায় গো বইয়া বুকের নদীতে
আইমু সখী হইবো দেখা আকুল নয়ন ভরিতে
দুইজনাতে কইমু কথা চান্দের হাসিতে।
বাপ-মায়ের আদর-সোহাগ হইয়া গেছে লীন
পাড়াপড়শীর জ্বালায় এখন জ্বলছি নিশিদিন।
তোমার সঙ্গে কইমু কথা দুঃখের জ্বালা জুড়াইতে
ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে।
আকাশেতে ডাকলে মেঘা মনটা কেমন করে
বিরহী মোর অন্তর তখন তোমায় খুঁজে মরে
তোমায় যদি না পাই সখী যাইমু কিন্তু মরিতে
দুইজনাতে কইমু কথা চান্দের হাসিতে।
কিগো খানাপিনা কই???
পালাগাইয়ের দুধের ছানা চালুন ভাজা খই
আরও আছে শিকায় তোলা গামছাপাতা দই
ধীরে ধীরে খাইবা সখা কথার ফোঁড়ন কাটিতে
ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে।

প্রিয়জনের জন্য প্রিয়ার আকুল নয়নে অপেক্ষা! কারণ তার মনের জমিতে যে অনেক কথার বীজ বোনা রয়েছে। প্রেমিকজন কথা দিচ্ছে নিরজনে সে আসবে। অবশেষে চাঁদনী রাতে দেখা হলো দু’জনের! এমনই মধুর ক্ষণের গান “চাঁদনী রাইতে নিরজনে আইসো সখা সংগোপনে, ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”

Chandni Raite Nirojone Lyrics
Candni Rite Nirjone
Aiso sokha songopone
Fulero Bichana dimu tomay boshite
Ki je kotha amar shone
Aimu sokhi nirjone
Dui jonate koimu kotha chander hashite
Bap-Ma er ador sohag hoiya geche lin
Poraporshir jalay ekhon jolchi nishidin
Tomar songe komu kotha dukher jala juriate
Fulero Bichanate dimu tomai booshite.

Akashete dakile megha mon ta kemon kore
birohi mor ontor tokhon tomay khuje more
Tomay jodi na pai sokhi jaimu kintu morite
Dui jonte koimu kotha chander hashi te.

MUSIC VIDEO Chandni Raite Nirojone - Fazlur Rahman Babu & Meher Afroz Shaon